মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৯
মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। স্থানীয় সময় শনিবার (৬ নভেম্বর) উত্তর আমেরিকার এই দেশটির একটি মহাসড়কে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও এপি।

মেক্সিকো কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী মেক্সিকো সিটির সঙ্গে মধ্যাঞ্চলীয় শহর পুয়েবলার সংযোগ স্থাপনকারী মহাসড়কে শনিবার দুপুরের দিকে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এএফপি জানিয়েছে, শনিবার দুপুরের দিকে মেক্সিকো সিটি-পুয়েবলা মহাসড়কের একটি টোল বুথে টোল দেওয়ার জন্য বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়েছিল। এসময় সেখানে পেছন থেকে একটি কার্গো ট্রাক সজোরে গাড়িগুলোকে ধাক্কা দেয়। এসময় বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে।

মেক্সিকোর ফেডারেল হাইওয়ে অথরিটি জানিয়েছে, ‘টোল বুথে দাঁড়ানো ৬টি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় একটি কার্গো ট্রাক। এতে ১৯ জন নিহত এবং আরও ৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কার্গো ট্রাকের ড্রাইভারও রয়েছেন।’

বিবৃতিতে ওই সংস্থা আরও জানিয়েছে, দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এছাড়া দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশ বন্ধ করে দেওয়া হয়। পরে উদ্ধার তৎপরতা শুরু করে জরুরি বিভাগের কর্মীরা।

এএফপি বলছে, ১১০ কিলোমিটার (৬৮ মাইল) দীর্ঘ ওই মহাসড়কটিতে বিপুলসংখ্যক কার্গো ট্রাক চলাচল করে থাকে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না