যুক্তরাজ্যে বিএসইসি’র রোড শো’র স্পন্সর ইউসিবি স্টক অ্যান্ড ব্রোকারেজ

যুক্তরাজ্যে বিএসইসি’র রোড শো’র স্পন্সর ইউসিবি স্টক অ্যান্ড ব্রোকারেজ
যুক্তরাজ্যের লন্ডন এবং ম্যানচেস্টারে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) আয়োজিত "বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ" এর স্পন্সর ইউসিবি স্টক অ্যান্ড ব্রোকারেজ লিমিটেড।

সোমবার (৮ নভেম্বর) ম্যানচেস্টার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

এর আগে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ নভেম্বর লন্ডন অধিবেশনের প্রধান অতিথি ছিলেন। তার সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোনেম , ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং আনিসুজ্জামান চৌধুরী, চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। এছাড়া উভয় দেশের অনেক সম্মানিত ও বিশিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে শীর্ষ সম্মেলনটি আয়োজিত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন