জানা যায়, কোম্পানিটির ৬১তম বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সারিকা একরাম কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দাতো প্রকৌশলী একরামুল হক ও চেয়ারম্যান দাতিন শামিমা নার্গিস হকের ছোট মেয়ে। গত বছর তাদের বড় মেয়ে তাওফিকা একরামও পরিচালক হন। এর মাধ্যমে কোম্পানিটি পারিবারিকভাবে পরের প্রজন্মকে ব্যবসায় সম্পৃক্ত করল।