ক্যাশ অন ডেলিভারির প্রতিজ্ঞা নিয়ে আসছে দুর্বার

ক্যাশ অন ডেলিভারির প্রতিজ্ঞা নিয়ে আসছে দুর্বার
বৈশ্বিক অর্থনীতিতে ই-কমার্সের গুরত্ব দিনদিন বেড়েই চলছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশের গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তের সকল ধরণের মানসম্মত পণ্য নিয়ে বাংলাদেশে “আপনার স্টোর” ট্যাগে দুর্বার নামে নতুন একটি ই-কমার্স যাত্রা শুরু করতে যাচ্ছে।

প্রাথমিক অবস্থায় ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদার কথা বিবেচনা করে এবং দেশ-বিদেশের ক্রেতাদের ই-কমার্স সেবা দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বিপুল সংখ্যক পণ্যের সমাহার নিয়ে ‘দূর্বার’ দৃঢ় প্রতিজ্ঞ। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে ক্রেতারা সরাসরি পোশাক থেকে শুরু করে আইটি, লাইফস্টাইল, গৃহস্থালী, স্মর্টফোন, বুটিক, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স সহ হরেক রকমের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন।

জানা যায়, দেশের নতুন এই ই-কমার্স সাইটটিতে বিক্রেতাও সরাসরি তাদের উৎপাদিত পণ্য প্রোফাইল বা একাউন্টের মাধ্যমে “দুর্বারে” বিক্রয় করতে পারবেন।

এ প্রসঙ্গে দুর্বারের জনসংযোগ কর্মকর্তা আপেল আকবর বলেন, 'ক্রেতাদের খুব সহজ, একেবারেই ঝামেলাবিহীন ও দ্রুততম সময়ে মানসম্মত পণ্য সরবরাহ করবে ‘দূর্বার’। বর্তমান পরিস্থিতিতে ই-কমার্সের প্রতি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা সবচেয়ে কঠিন কাজ। তবে ‘দূর্বার’ পণ্য ক্রয়ে কোনো ধরনের অগ্রিম অর্থ দিতে হবে না ফলে নির্দ্বিধায় পণ্য ক্রয় করতে পারবেন গ্রাহকেরা।'

তিনি আরো বলেন, 'অনলাইনভিত্তিক একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য ই-স্টোর তৈরির এ উদ্যোগকে সফল করতে সর্বস্তরের সকলকে সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি। সকলের পরামর্শ, দিক নির্দেশনা ও সহযোগিতা নিয়ে ক্রেতা, ক্লায়েন্ট ও পার্টনারসহ সবাইকে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যাবো বলে প্রত্যাশা করছি।

গ্রাহকদের কাছে শতভাগ সঠিক মানের পণ্য, সময়মত পণ্য ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেশ-বিদেশের বিশাল পণ্যের সমাহার নিয়ে খুব শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধন হবে দুর্বারের।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি