সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডাকলেন প্রধান বিচারপতি

সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডাকলেন প্রধান বিচারপতি
দেশের সবোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ছুটিসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৪টায় ভিডিও কনফারেন্সে সব বিচারপতিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ফুলকোর্ট সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

সুপ্রিম কোর্টে আগামী বছরের ছুটির ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতে ডিসেম্বরের অবকাশকালীন ছুটি ও আগামী বছরের অবকাশকালীন ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিতে এ সভা ডেকেছেন প্রধান বিচারপতি।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে নিম্ন লিখিত আলোচ্য সূচির ওপর আলোচনা করে সিদ্ধান্ত নিতে বুধবার বিকেল ৪টায় ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

সভার আলোচ্য সূচি হলো- বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২২ সালের বাৎসরিক ছুটি সম্বলিত ক্যালেন্ডার অনুমোদন, অধস্তন দেওয়ানী আদালতগুলোর ২০২১ সালের ডিসেম্বর মাসের অবকাশকালীন ছুটি, অধস্তন দেওয়ানী আদালতগুলোর ২০২২ সালের অবকাশকালীন ছুটি বিষয়ক এবং বিবিধ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শ্রম আদালতে যাচ্ছেন ড. ইউনূস
ন্যায়বিচার নিশ্চিতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে
বিচারপতির বাসভবনে ১১ জন প্রধান বিচারপতি
প্রাথমিকের শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে রিটের শুনানি আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে রিট
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৈধ
ব্যারিস্টার মইনুল হোসেন আর নেই
হাইকোর্টে ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
আইন কমিশনের সাবেক চেয়ারম্যান আবদুর রশিদ মারা গেছেন
অপ্রয়োজনীয় সিজার বন্ধে পদক্ষেপ নিতে হাইকোর্টের নির্দেশ