নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে চান বাইডেন-জিনপিং

নিজেদের মধ্যে যোগাযোগ বাড়াতে চান বাইডেন-জিনপিং
প্রথম বারের মতো ভার্চুয়াল বৈঠকে মুখোমুখি হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তাইওয়ান, বাণিজ্য যুদ্ধ, মানবাধিকারসহ বেশ কিছু ইস্যুতে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই শীর্ষ দুই নেতা বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকে প্রেসিডেন্ট বাইডেন বলেন, নিজেদের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা যেন প্রকাশ্য সংঘাত সৃষ্টি না করে তা নিশ্চিত করার দায়িত্ব দুদেশেরই। সোমবার কয়েক ঘণ্টার ওই বৈঠকে শীর্ষ অর্থনীতির দেশ দুটির সংঘাত এড়িয়ে চলতে বিশ্বের প্রতি তাদের নিজ নিজ দায়িত্বের ওপর জোর দিয়েছেন।

বাইডেন বলেন, আমার কাছে মনে হয় চীন ও যুক্তরাষ্ট্রের নেতা হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের মধ্যে প্রতিযোগিতা যেন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত সংঘাতের দিকে না যায় তা নিশ্চিত করা।

খুব সহজ, সোজা সাপ্টা প্রতিযোগিতার প্রতি উৎসাহ দিয়েছেন তিনি। গত কয়েক বছর ধরেই দুদেশ বিভিন্ন ইস্যুতে বিরোধে জড়িয়ে পড়েছে। চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর যুক্তরাষ্ট্র বেইজিংকে দোষারোপ করে আসছে। কিন্তু প্রথম থেকেই এই অভিযোগ অস্বীকার করছে চীন।

এছাড়া বাণিজ্য প্রতিযোগিতা, একে অন্যের ওপর শুল্ক আরোপ, বেইজিংয়ের পারমাণবিক অস্ত্রাগার সম্প্রসারণ, তাইওয়ানের ওপর চীনের হস্তক্ষেপসহ নানা কারণে দুদেশের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে পরিস্থিতি বেশ খারাপই ছিল বলা যায়। কিন্তু বাইডেন এবং জিনপিংয়ের এই বৈঠকের পর নতুন করে আশার আলো দেখা দিয়েছে।

বাইডেনকে পুরোনো বন্ধু উল্লেখ করে শি জিনপিং বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য উভয় পক্ষকে যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। শি জিনপিং বলেন, বিশ্বের শীর্ষ দুই অর্থনীতির দেশ এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন এবং যুক্তরাষ্ট্রের যোগাযোগ এবং সহযোগিতা আরও বাড়াতে হবে।

ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানবাধিকার এবং অন্যান্য সমস্যাসহ যেসব বিষয় নিয়ে উদ্বেগ রয়েছে সেগুলো সমাধান করার প্রতিশ্রুতি দিয়েছেন বাইডেন। এ সময় বাইডেন শি জিনপিংকে বলেন, আপনি এবং আমি একে অপরের সঙ্গে কখনোই এতটা আনুষ্ঠানিক ছিলাম না। এ কথা বলে তিনি হয়তো তাদের পুরোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাই মনে করিয়ে দিয়েছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না