জ্বালানি তেলের দাম কমলো বিশ্ব বাজারে

জ্বালানি তেলের দাম কমলো বিশ্ব বাজারে
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রভাব পড়েছে বাংলাদেশেও। চলতি মাসেই ডিজেল ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার। ফলে বাড়াতে হয়েছে গণপরিবহনের ভাড়াও। এছাড়া ভোজ্য তেলের দাম আগে থেকেই বাড়তি। তবে আশার কথা হলো বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বলানি তেলের দাম। এ জন্য মূলত মার্কিন ও চীনের প্রেসিডেন্টকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। খবর প্রকাশ করেছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বাড়ায় বিপুল মুনাফা অর্জন করছিল উৎপাদনকারীরা। কিন্তু ব্যাপক ক্ষতির মুখে পড়ে ভোক্তারা। অবশেষে বিশ্ববাজারে তেলের দাম কমছে।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ও ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম এখন প্রতি ব্যারেল ৮০ ডলারের নিচে নেমে গেছে। যা গত ছয় সপ্তাহের মধ্যে সবচেয়ে কম।

জ্বালানিবিষয়ক পরামর্শ প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির তেল বাজারপ্রধান বিজোরনার টনহাউজেন বলেন, জ্বালানি তেলের দাম কমার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ওয়াশিংটন ও বেইজিং। তারা নিজেদের দেশের সংরক্ষিত (রিজার্ভ) তেল বাজারে ছেড়ে দিয়েছে। যা দাম কমাতে সহায়তা করছে।

তিনি আরও বলেন, বিনিয়োগকারীরা আশা করছেন, ডিসেম্বরে ২০ থেকে ৩০ মিলিয়ন ব্যারেল তেল বাজারে আসবে। এটা যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসতে পারে। আবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার বৃহত্তর সমন্বিত পদক্ষেপের মাধ্যমেও আসতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া