বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ব্যাংকের কর্পোরেট কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি অনুযায়ী, ওয়েল গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা ইউসিবির কর্পোরেট এক্সিকিউটিভ প্যাকেজ পে-রোল ব্যাংকিং সলিউশনস উপভোগ করতে পারবেন।
এছাড়া ইউসিবি কার্ডধারীরা ওয়েল ফুডের আউটলেটে বিশেষ মূল্যছাড় সুবিধা পাবেন। ইউসিবির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরী এবং ওয়েল গ্রুপের চেয়ারম্যান ও সিইও সৈয়দ নুরুল ইসলাম স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
অন্যান্যদের মধ্যে ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেকসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।