রোববার (২১ নভেম্বর) ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৮৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫ পয়েন্ট কমেছে।
সব সূচকের পতন হলেও আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ বেড়েছে। আজ দেশের এই প্রধান শেয়ারবাজারে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত ১৫ কর্মদিবসের মধ্যে এটি সর্বোচ্চ লেনদেন। এর আগে গত ২৮ অক্টোবর ১ হাজার ৭২৪ কোটি টাকার লেনদেন হয়েছিল।
রোববার ডিএসইতে মোট ৩৫৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, দর কমেছে ২৩০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৭৪২ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার।