মাস্টার কার্ডের এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ব্র্যাক ব্যাংক

মাস্টার কার্ডের এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলো ব্র্যাক ব্যাংক
ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি স্বরুপ  ‘এক্সিলেন্স ইন মাস্টারকার্ড পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস ২০২০-২১’, তারা ওয়ার্ল্ড ক্রেডিট কার্ডের চালুর জন্য ‘এক্সিলেন্স ইন লঞ্চিংনিউক্যাটেগরি (উইমেন) ২০২০-২১’ এবং মিলেনিয়াল টাইটেনিয়াম ক্রেডিট কার্ড চালুর জন্য‘এক্সিলেন্স ইন লঞ্চিং নিউ ক্যাটেগরি (ইয়ুথ) ২০২০-২১’ পুরস্কার লাভ করেছে ব্র্যাক ব্যাংক। উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখায় বাংলাদেশে মাস্টার কার্ডের পার্টনারদের স্বীকৃতি প্রদানের লক্ষ্যে এ পুরস্কার প্রদান করাহয়েছে।

২০১৯ সালে মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড চালুর পর থেকে ব্র্যাক ব্যাংক বেশ কয়েকটি পুরস্কার অর্জন করেছে। ‘পিওএস অ্যাকোয়্যারিং বিজনেস’ ক্যাটেগরিতে ধারাবাহিকভাবে পুরস্কার অর্জন করেছে।

গত বৃহস্পতিবার ঢাকায় এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের নিকট থেকে আনুষ্ঠানিকভাবে পুরস্কারগুলো গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাতউল্লাহ খান এবং হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম, বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাবে, মাস্টার কার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বিভিন্ন ব্যাংক, ফিনটেক ও মার্চেন্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর এবং বাংলাদেশে মাস্টার কার্ডের ব্যবসা পরিচালনার ৩০ বছর উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই অর্জন সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম বলেন,মাস্টারকার্ড থেকে এই সম্মানজনক স্বীকৃতি কার্ড ব্যবসায় আমাদের দৃঢ় ও শক্তিশালী অবস্থানের এক প্রতিফলন। আমাদের কার্ডের অনন্য ও আকর্ষণীয় সুবিধাদি ও অ্যাকোয়ারিংয়ে বিস্তৃত নেটওয়ার্ক গ্রাহক ও মার্চেন্টদের আস্থা অর্জনে সাহায্য করেছে, যা কার্ড ব্যবসায় আমাদের অবস্থানকে আরও সুদৃঢ় করতে সহায়তা করেছে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা পূরণে ও কার্ড সেক্টরে আমাদের সুদৃঢ় অবস্থান ধরে রাখতে আগামীদিনে আমরা আমাদের অভিনব সেবা প্রবর্তন অব্যাহত রাখবো বলে জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি