জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

জনতা ব্যাংকের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত
জনতা ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন গত শনিবার (২০ নভেম্বর) শ্রীমঙ্গলের একটি অবকাশ যাপন কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ব্যাংকের চেয়ারম্যান বলেন, কৃষি নির্ভর সিলেট এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়নে তাদের দোর-গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে হবে। এ অঞ্চলের পাহাড় কেন্দ্রিক ক্ষুদ্র ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠির জীবনমান পাল্টাতে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াব। এছাড়া ব্যাংকের আয় বাড়াতে তিনি সকলকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান।

সম্মেলনে সভাপতির বক্তব্যে ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, কোর ব্যাংকিং বাস্তবায়নে জনতা ব্যাংক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গ্রাহক সন্তুষ্টির মাধ্যমে আমাদের আমানত এখন এক লাখ কোটি টাকা ছাড়িয়ে লাখ কোটি টাকার এলিট ক্লাবে প্রবেশ করেছে। জনতা ব্যাংকর এ সাফল্যে আমরা গর্বিত। আর এই সাফল্যের পেছনে পরিচালনা পর্ষদের সুচিন্তিত পরামর্শ এবং ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীদের মেধা ও শ্রম জড়িত। তিনি শ্রেণীকৃত ঋণ হ্রাসে গুরুত্বারোপসহ ২০২১ সালে সকল সূচকে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল, এফসিএ, মেশকাত আহমেদ চৌধুরী, কে এম শামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ এবং মোঃ আব্দুল মজিদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, মো. জসীম উদ্দিন ও মো. কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ, জিএমবৃন্দ, বিভাগীয় কার্যালয়ের আওতাধীন সকল শাখা ব্যবস্থাপক, নির্বাহী ও কর্মকর্তাগণ সম্মেলনে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি