দীর্ঘসময় পর সেটিকে সরকারি হিসাবে অন্তর্ভুক্ত করল চীনের কেন্দ্রীয় সরকার। সংশোধনের পর দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩২ জন।
শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ২৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। নতুন রোগীদের মধ্যে ১৭ জনই বহিরাগত। এর আগের দিনও দেশটিতে ১৫ জন বহিরাগতসহ ২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।
এদিন উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা অবশ্য কমেছে। গতকালও দেশটিতে এ ধরনের রোগী ছিলেন ৬৬ জন, আজ তা কমে দাঁড়িয়েছে ৫৪ জনে।