রয়টার্স জানিয়েছে, নাইজেরিয়ার ৭৭ বছর বয়সী প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শীর্ষ সহকারী কর্মকর্তা ও দেশটির সবচেয়ে ক্ষমতাবান লোকদের একজন ছিলেন চিফ অফ স্টাফ আবা কেয়ারি। সত্তরোর্ধ কেয়ারি ডায়বেটিসসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন
প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র গারবা শেহু টুইটবার্তায় বলেন, প্রেসিডেন্ট দফতর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাল্লাম আবা কেয়ারি আর নেই। তার কোভিড-১৯ ধরা পড়েছিল, তারপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ তার মৃত্যু হয়।
নাইজেরিয়ায় কোভিড-১৯ এ যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কেয়ারি ছিলেন সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তা। মার্চের প্রথমদিকে সরকারি সফরে জার্মানি থেকে ফেরার পর তার দেহে কোভিড-১৯ ধরা পড়ে।