বুধবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনার টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৮ ডিসেম্বর) সারাদেশে ১৪ লাখ ১৯ হাজার ৭৬০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৪৭ হাজার ৯৯৫ জনকে প্রথম ডোজ এবং ১০ লাখ ৭১ হাজার ৭৬৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। বুধবার টিকা পাওয়াদের মধ্যে ৮১ হাজার ৪১ জন শিক্ষার্থী; যাদের ৫৮ হাজার ৫৭৬ জনকে প্রথম ডোজ এবং ২২ হাজার ৪৬৫ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১০ লাখ ৬৮ হাজার ৬৫৯ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ পেলো। আর দ্বিতীয় ডোজ পেলো ১ লাখ ৮৭ হাজার ৫৩৭ জন।
উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।