নিহতের স্বজনরা জানান, নাঈম একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। রাতে বন্ধুর মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বিজয় সরণি মোড়ে এলে বেপরোয়া গতির একটি ট্রাক তাদের দুজনকে চাপা দেয়। এতে নাঈম ও তার বন্ধু গুরুতর আহত হয়। পরে নাঈমকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তার বন্ধুকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। নাঈম দক্ষিণখান পশ্চিম মোল্লারটেক এলাকায় থাকতেন। তার বাবার নাম আবু তাহের।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।