রূপালী ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন

রূপালী ব্যাংকের নতুন ওয়েবসাইট উদ্বোধন
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের নতুন ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। মুজিব শতবর্ষ ও বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ব্যাংকের কার্যক্রম ডিজিটালাইজেশনের অংশ হিসেবে রূপালী ব্যাংক আনুষ্ঠানিকভাবে নতুন ওয়েবসাইটের (www.rupalibank.com.bd) উদ্বোধন করেছে।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাজধানীতে ব্যাংকের প্রধান কার্যালয়ে রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক ও ব্যবস্থাপনা পরিচালক মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ নতুন এই ওয়েবসাইট উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান বলেন, পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ব্যাংকের সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাওয়া হবে। ব্যাংকের এমডি মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ নতুন এই ওয়েবসাইট তৈরির কাজে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই ওয়েবসাইট বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ওয়েবসাইটে পরিণত হবে।

এই ওয়েবসাইটে নতুন কিছু বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। এই ওয়েবসাইটে ঘরে বসে হিসাব খোলা, চেক বই রিকুইজিশন, হটলাইন নম্বরসহ বিভিন্ন সুবিধা আছে। এ ছাড়া এর মাধ্যমে ব্যাংকের আমানত ও ঋণ সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খান ইকবাল হোসেন, মহাব্যবস্থাপক পারসুমা আলম, গোলাম মরতুজা, ইয়াছমিন বেগম, কাজী আবদুর রহমান, হারুনুর রশীদ ও কাজী ওয়াহিদুল ইসলামসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন