সোমবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিদেশিদের জন্য সুবিধা বাড়িয়েছে।
এতে বলা হয়, বিদেশিরা আগে আয়ের ৭৫ শতাংশ অর্থ প্রতি মাসে নিজ দেশে নিতে পারতেন। আর বাকি অর্থ চাকরি শেষে একেবারে চলে যাওয়ার সময় নিতে পারতেন। এখন তাঁরা মাসিক আয়ের ৮০ শতাংশ নিতে পারবেন। পাশাপাশি কর পরিশোধের পর বাকি অর্থ নেওয়া যাবে।
ব্যাংকগুলোর হাতে বৈদেশিক মুদ্রা থাকলে তা বিদেশিরা চাইলেই পাঠিয়ে দেওয়া যাবে। বিদেশিদের পরিবারের সদস্য যেসব দেশে থাকেন, শুধু ওই দেশে এই অর্থ পাঠাতে পারবে ব্যাংকগুলো। এ জন্য ‘নিট ইনকাম ফ্রম দ্য এমপ্লয়ার্স’ নামে ব্যাংক হিসাব খুলতে হবে। অর্থ পাঠাতে প্রবাসীদের কাজের অনুমোদনপত্র, আয়ের হিসাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন নথি ব্যাংকে জমা দিতে হবে।