শুক্রবার (৩১ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।
সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্মআপ চলছে—বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাব ব্রিফিংয়ে দেন ওবায়দুল কাদের।
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কোনো ওয়ার্মআপেই কাজ হবে না। নেতিবাচক ও হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, যাদের (বিএনপি) পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, তারা আবার সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে! তারা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেনি। সরকার পতন, আন্দোলন এসব মুখরোচক শব্দ-বৃষ্টি করে কোনো লাভ নেই।
ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যম, তথা নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।
সরকার নাকি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে—বিএনপির নেতাদের এমন অভিযোগকে কাল্পনিক বলে অভিহিত করেন ওবায়দুল কাদের। জবাবে তিনি বলেন, বিএনপির নেতারা যখন এসব কথা বলেন, তখনো স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বগলদাবায়।