‘বিএনপির কোনো ওয়ার্মআপেই কাজ হবে না’

‘বিএনপির কোনো ওয়ার্মআপেই কাজ হবে না’
নির্বাচনে জনগণ থেকে প্রত্যাখ্যাত ও আন্দোলনে চরম ব্যর্থতাই বিএনপির একমাত্র প্রাপ্তি। তাদের কোনো ওয়ার্মআপেই কাজ হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন।

সরকারকে পদত্যাগে বাধ্য করতে ওয়ার্মআপ চলছে—বিএনপির মহাসচিবের এমন বক্তব্যের জবাব ব্রিফিংয়ে দেন ওবায়দুল কাদের।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কোনো ওয়ার্মআপেই কাজ হবে না। নেতিবাচক ও হঠকারী রাজনীতির কারণে জনগণ বিএনপিকে চিনে ফেলেছে।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, যাদের (বিএনপি) পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, তারা আবার সরকার পতনের দিবা স্বপ্ন দেখছে! তারা ঘোলা পানিতে মাছ শিকারের ব্যর্থতা থেকে শিক্ষা নিতে পারেনি। সরকার পতন, আন্দোলন এসব মুখরোচক শব্দ-বৃষ্টি করে কোনো লাভ নেই।

ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যালটের মাধ্যম, তথা নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো বিকল্প নেই। তাই অলিগলি পথে না হেঁটে নির্বাচনমুখী হওয়ার জন্য বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

সরকার নাকি স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে—বিএনপির নেতাদের এমন অভিযোগকে কাল্পনিক বলে অভিহিত করেন ওবায়দুল কাদের। জবাবে তিনি বলেন, বিএনপির নেতারা যখন এসব কথা বলেন, তখনো স্বাধীনতাবিরোধী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের বগলদাবায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা