শেয়ারবাজারে অ্যাপলের আয় বেড়েছে ৩০ শতাংশ

শেয়ারবাজারে অ্যাপলের আয় বেড়েছে ৩০ শতাংশ
করোনার সময় সাপ্লাই চেইন তথা সরবরাহ সমস্যার কারণে অ্যাপলের আইফোনের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তা সত্ত্বেও অ্যাপল ২০২১ সালে তিন ট্রিলিয়ন ডলার বাজার মূলধনের কোম্পানি হওয়ার পথে দ্রুতই এগিয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির মূলধনের পরিমাণ ছিল ২ দশমিক ২ ট্রিলিয়ন বা ২ লাখ ২০ হাজার কোটি ডলার। বিদায়ী ২০২১ সালে কোম্পানিটির শেয়ারবাজারের আয় ৩০ শতাংশ বা ৬৫ হাজার ৯৮০ কোটি ডলার বেড়েছে। প্রায় তিন ট্রিলিয়ন ডলারের বাজার মূলধন নিয়ে অ্যাপল এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি হিসেবে বিবেচিত। স্টিভ জবস (প্রয়াত), স্টিভ ওজনিয়াক ও রোনাল্ড ওয়েন মিলে ১৯৭৬ সালে এই কোম্পানি প্রতিষ্ঠান করেছিলেন।

একটি কোম্পানির বাজার মূলধন হলো, সেটির সব শেয়ারের মোট মূল্য। সেই হিসাবে গত এক বছরে সবচেয়ে অগ্রগতি ঘটেছে যুক্তরাষ্ট্রভিত্তিক দুই প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও মাইক্রোসফট। বিদায়ী বছরে উভয় প্রতিষ্ঠানের বাজারমূল্য বেড়ে প্রায় ৩ ট্রিলিয়ন ডলার বা তিন লাখ কোটি মার্কিন ডলারের কাছাকাছি চলে এসেছে। বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও সোশ্যাল মিডিয়া তথা সামাজিক মাধ্যম ফেসবুকের মূল কোম্পানি মেটা বাজারমূল্যে প্রথমবারের মতো এক লাখ কোটি (এক ট্রিলিয়ন ডলার) ডলারের মাইলফলকে ছুঁয়েছে। প্রসঙ্গত, এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন হয়।

প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওয়ান ট্রিলিয়ন তথা এক ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ করা এখন স্বাভাবিক ঘটনা হয়ে গেছে, যা দু–তিন বছর আগেও এত সহজ ছিল না। মার্কিন সফটওয়্যার ও তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফ্যাক্টসেটের তথ্য অনুসারে বর্তমানে বিশ্বের শীর্ষ ছয়টি কোম্পানির বাজার মূলধন এক লাখ কোটি (১ ট্রিলিয়ন) ডলারের বেশি। এর মধ্যে কেবল সৌদি আরবভিত্তিক তেল কোম্পানি আরামকো ছাড়া বাকি পাঁচটিই যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান। আর মূলধনের শীর্ষে থাকা প্রথম দশটির মধ্যে সাতটিই হল প্রযুক্তি প্রতিষ্ঠান।

যুক্তরাষ্ট্রের বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভেস বলেন, মহামারির প্রকোপ থেকে বেরিয়ে এসে বড় প্রযুক্তি কোম্পানিগুলো এখন একটি অনন্য অবস্থানে পৌঁছেছে। ২৩ ডিসেম্বর পর্যন্ত তথ্য হিসাব করে ফ্যাক্টসেট জানিয়েছে, গত এক বছরে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, মাইক্রোসফট, অ্যালফাবেট (গুগল), আমাজন, টেসলা ও ফেসবুকের (মেটা) বাজার মূলধন সম্মিলিতভাবে ২ দশমিক ৯ ট্রিলিয়ন বা ২ লাখ ৯০ হাজার কোটি ডলার বেড়েছে।

মাইক্রোসফট

বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বিল গেটসের প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট গত কয়েক বছরে ব্যবসায়িকভাবে বেশ সফল হয়েছে। শুধু ২০২১ সালেই প্রতিষ্ঠানটির শেয়ার দর প্রায় ৫০ শতাংশ বেড়েছে। গত জুন মাসে প্রথমবারের মতো কোম্পানিটির বাজার মূলধন দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার অতিক্রম করে। এরই মধ্যে এই কোম্পানি অ্যাপলের সঙ্গে বিশ্বের সর্বাধিক বাজার মূলধনবিশিষ্ট কোম্পানি হওয়ার দৌড়ে রয়েছে। অর্থাৎ বছর শেষে এসে মাইক্রোসফটের বাজার মূলধনও প্রায় তিন ট্রিলিয়ন ডলারের কাছাকাছি এসে গেছে।

অ্যালফাবেট (গুগল)

গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের বাজার মূলধন গত নভেম্বর মাসের শুরুতে দুই ট্রিলিয়ন ডলারে উঠেছে, যা ২০২০ সালের জানুয়ারিতে ছিল ১ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ দুই বছরের কম সময়ের মধ্যে বাজার মূলধন এক লাখ কোটি ডলার বাড়ানোর মতো সফলতা পেয়েছে তারা। এ ছাড়া বিদায়ী বছরে প্রতিষ্ঠানটির শেয়ার দর ৬৫ শতাংশ বেড়েছে। করোনাভাইরাস মহামারির মধ্যে গুগলের ডিজিটাল পণ্য ও পরিষেবা পেতে ভোক্তাদের আগ্রহ তথা চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণে কোম্পানিটির শেয়ারের দামে বড় উল্লম্ফন ঘটে।

আমাজন

করোনাভাইরাসের প্রকোপ কাটিয়ে ক্রেতারা দোকানে ফেরায় কিছু ধাক্কা লেগেছে বৈশ্বিক ই–কমার্স প্রতিষ্ঠান আমাজনের আয়ে। তারপরও বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী জেফ বেজোসের কোম্পানিটি গত তিন মাসে প্রায় ১১ হাজার ১০০ কোটি ডলার আয়ের কথা জানিয়েছে। গত তিন মাসে ওয়েব পরিষেবা, বিজ্ঞাপন ও প্রাইম সাবস্ক্রিপশন খাতের আয় প্রতিষ্ঠানটির খুচরা বিক্রিকে ছাড়িয়ে গেছে। বছরের শেষ দিকে আমাজনের বাজার মূলধন বেড়ে প্রায় দুই ট্রিলিয়নের কাছাকাছি এসে যায়।

টেসলা

বিদায়ী ২০২১ সালে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলার শেয়ার দর ৪৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর মধ্য দিয়ে টেসলা প্রথমবারের মতো এক ট্রিলিয়ন তথা এক লাখ কোটি ডলারের বাজার মূলধনবিশিষ্ট কোম্পানি হয়ে ওঠে।

মেটা (ফেসবুক)

২০২১ সালে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ফেসবুক নাম বদলে হয়ে যায় মেটা। মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠিত ফেসবুক (বর্তমানে মেটা) বিদায়ী বছরের শুরুতে বাজার মূলধনে ওয়ান ট্রিলিয়ন ক্লাবে প্রবেশ করেছে। এ ছাড়া হাজার হাজার অভ্যন্তরীণ নথি ফাঁসের কারণে চাপে থাকলেও তা প্রতিষ্ঠানটির স্টকের দামে খুব কমই বাধা পেয়েছে। সূত্র: সিএনবিসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া