সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, বিআইটিআইডিতে নমুনা পরীক্ষায় আরও ৩ জনের করোনা পজেটিভ পাওয়া যায়। তারা তিন জনের বাড়ি বান্দরবানে।
এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৪০ জন। এর আগে ৩ এপ্রিল চট্টগ্রামের দামপাড়ায় ৬৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে। এদের মধ্যে ৫ জন গেছেন।
সেখ ফজলে রাব্বি বলেন, মঙ্গলবার বিআইটিআইডিতে ১৪০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়। তাদের একজন চট্টগ্রামের। অন্যরা পার্বত্য বান্দরবান জেলার। চট্টগ্রামে শনাক্ত হওয়া ১০ মাস বয়সী ওই শিশু চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।