বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টার দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট ফোন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস উইংয়ের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ফোনালাপে দুই দেশের নেতা কুশল বিনিময় করেন এবং পরস্পরের দেশের জনগণের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, দুই দেশের মধ্যে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে মালদ্বীপকে সহযোগিতা কথা আগেই জানায় বাংলাদেশ। সেই অনুযায়ী আজ ১০০ টন খাদ্য, ওষুধ ও মেডিক্যাল সামগ্রী হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ মালদ্বীপে এই ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়।