বুধবার সংগঠনটির সভাপতি হাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক শাহজাহান কবির এক যুক্ত বিবৃতিতে এমন দাবি জানান।
বিবৃতিতে নেতারা বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি যে, চলতি বোরো ধানের মৌসুমে করোনা ভাইরাসজনিত মহামারি পরিস্থিতির কারণে অঘোষিত লকডাউন কার্যকর করায় সংশ্লিষ্ট যন্ত্র মেরামত দুঃসাধ্য হয়ে পড়েছে। ফসল ঘরে তোলার জন্য প্রয়োজনীয় যানবাহন মেরামত করে প্রস্তুত করতে পারছে না কৃষক।
এ কাজে সংশ্লিষ্ট মিস্ত্রিরা কাজ করতে পারছে না। কোথাও মিস্ত্রিরা কাজ করলেও যন্ত্রাংশের দোকান বা লেদ কারখানা বন্ধ থাকছে। সবজি চাষিদের ক্রেতা না থাকার কারণে কৃষক উৎপাদিত সবজি বিক্রয় করতে পারছে না। পানির দামে বিক্রি করে চরম দুর্দশার মধ্যে পড়েছে সবজি চাষিরাও।
নেতৃবৃন্দ করোনা মহামারি পরিস্থিতি এবং পরবর্তীতে খাদ্য সংকট মোকাবিলায় কয়েকটি দাবি জানান।
তা হলো- (১) উৎপাদিত ধানের তিন ভাগের এক অংশ রাষ্ট্রকে ন্যায্যমূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করতে হবে।
(২) কৃষির সাথে সংশ্লিষ্ট ব্যবসা ও কৃষিভিত্তিক শিল্প কারখানা বিশেষ ব্যবস্থায় দ্রুত চালু করতে হবে।