ব্যাংকের চেয়ারপারসন মিসেস নীলুফার জাফরউল্লাহ প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইসলামী ব্যাংকিং উইন্ডো ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা ব্যাংকের ডিজিটাল সার্ভিস চ্যানেলসহ ব্যাংকের যেকোনো শাখা থেকে ইসলামী ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মিসেস নীলুফার জাফরউল্লাহ বলেন, এখন অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিংয়ের গুরুত্ব অপরিসীম। তিনি আশা প্রকাশ করেন ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’-এর মাধ্যমে মিডল্যান্ড ব্যাংক গ্রাহকদের শরিয়াহভিত্তিক অত্যাধুনিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা প্রদান করবে।
ইসলামিক শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, গ্রাহকরা ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’-এর মাধ্যমে উন্নত প্রযুক্তিভিত্তিক ইসলামিক ব্যাংকিং পরিষেবা গ্রহণ করতে পারবেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান উজ জামান বলেন, বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত শরিয়াহ নীতিমালাসমূহ কঠোরভাবে অনুসরণ করে ‘মিডল্যান্ড ব্যাংক সালাম’ পরিচালিত হবে।
তিনি আরো বলেন, মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ব্যাংকিং উইন্ডোর মূল লক্ষ্য হচ্ছে, গ্রাহকরা যাতে তাদের চাহিদা মোতাবেক ইসলামিক শরিয়াহভিত্তিক ব্যাংকিং করতে পারেন, তা পূরণ করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংক ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরিয়াহ সুপারভাইজারি কাউন্সিলের সদস্য ডা. মুহাম্মদ নজরুল ইসলাম আল-মারুফ এবং এনকেএ মবিন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যরা, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।