কার্যক্রম শুরু উপলক্ষ্যে সোমবার (৩১ জানুয়ারি) বিকালে মতিঝিল সিটি সেন্টারে অবস্থিত মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে দোয়া ও মোনাজাত করা হয়েছে।
মোনার্ক হোল্ডিংস লিমিটেডের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নম্বর- Reg.-3.1/DSE-252/2021/565, dated Dec 12, 2021 and Stock-Dealer Registration Certificate No.: Reg.-3.1/DSE-252/2021/566, dated Dec 12, 2021. হাউজটির তিন ডিজিটের আইডি কোড হচ্ছে DLRMHL.
লেনদেনে ফেরার বিষয়ে মোনার্ক হোল্ডিংস লিমিটেডের সিইও মো. আলমগীর হোসাইন জানান, আমরা সকল কাজ সুন্দরভাবে শেষ করতে পারায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজ থেকে লেনদেন শুরু করেছি। পরিকল্পনা আছে গ্রাহকদের আগ্রহের উপর ভিত্তি করে দেশব্যাপী আমাদের কার্যক্রম ছড়িয়ে দেব। আমাদের যাত্রা শুরু করার আগেই ইতিমধ্যে এখান থেকে প্রায় ২৫টি মতো অ্যাকাউন্ট খোলা হয়েছে। আশা করছি, শুরু থেকেই আমরা একটা ভালো লেনদেন নিয়ে ফিরতে পারবো।
ডি-মিউচ্যুয়ালাইজেশন স্কীমের আওতায় এখন পর্যন্ত ৫৮টি প্রতিষ্ঠানের অনুকূলে Trading Right Entitlement Certificate (TREC) ইস্যু করা হয়। এর মধ্যে ৫২টির সনদ হস্তান্তর করা হয়েছে। এসব অনুমোদনপ্রাপ্ত ব্রোকারেজ হাউস ডিএসই’র মালিকানা পাবে না। তবে তালিকাভুক্ত কোম্পানীর শেয়ার কেনাবেচা করতে পারবেন। অনুমোদনপ্রাপ্ত ট্রেক হোল্ডারদের মধ্যে প্রথম ধাপে ৪টি লেনদেন শুরু করলো। বাকিগুলো ধারাবাহিকভাবে লেনদেনে ফিরবে।