সূত্র মতে, কোম্পানির নিজস্ব অয়েল ট্যাঙ্কারের মাধ্যমে ইস্টার্ণ রিফাইনারি লিমিটেড থেকে নেপথার প্রথম পার্সেল গ্রহণ করেছে। এই অয়েল ট্যাঙ্কার নেপথার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে।
এর আগে কোম্পানিটি জানায়, আলোচিত অয়েল ট্যাঙ্কারটি জাপানে নির্মিত। এর ধারণ ক্ষমতা ২০৭৩ মেট্রিক টন। কোম্পানির দাবি, তাদের কারখানার কাঁচামাল নেপথা পরিবহনে গুণগতমান, পরিমাণ ও নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে এই ট্যাঙ্কার। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি থেকে সিভিওর কারখানা পর্যন্ত নেপথা পরিবহনে খরচ অনেক কমিয়ে দেবে এই ট্যাঙ্কার। এছাড়া এটি অন্যান্য কোম্পানির পণ্য পরিবহণের মাধ্যমে বাড়তি আয় এনে দেবে কোম্পানিকে।