ডিজিটাল মুদ্রা চালু করতে যাচ্ছে ভারত

ডিজিটাল মুদ্রা চালু করতে যাচ্ছে ভারত
ভারতে দ্রুত আসতে চলেছে নিজস্ব ডিজিটাল মুদ্রা। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া চলতি বছরই এ মুদ্রা চালু করবে এবং ক্রিপ্টোকারেন্সির মতই ব্লকচেইন ও অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে লেনদেনের তথ্য রাখা হবে। নতুন অর্থবছরের বাজেট দিতে এসে এমন ঘোষণা দিলেন ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে এ খবর জানা যায়।

সোমবার (৩১ জানুয়ারি) ভারতের পার্লামেন্টে বাজেট বক্তৃতায় তিনি বলেন, “কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে ডিজিটাল মুদ্রা চালু হলে তা দেশের ডিজিটাল অর্থনীতির বিকাশে ভূমিকা রাখবে। আর তাতে আর্থিক ব্যবস্থাপনার ব্যয়ও কমবে।”

সরকারিভাবে ধাপে ধাপে ডিজিটাল মুদ্রা চালু করার প্রস্তুতি নেওয়ার কথা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আগেই জানিয়েছিল।

জানা যায়, এই সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বা সিবিডিসি ভারতের প্রচলিত মুদ্রার চেয়ে ভিন্ন কিছু হবে না। পার্থক্য শুধূ এটুকুই, এটা থাকবে ডিজিটাল রূপে, ডিজিটাল ওয়ালেটে। সেই ওয়ালেটের দেখভাল করবে ব্যাংক, মূল তদারিকে হবে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে।

এখন যেভাবে ব্যাংক থেকে নগদ রুপি তোলা বা জমা দেওয়া যায়, সেটাও অব্যাহত থাকবে। তবে কেউ চাইলে তার অ্যাকাউন্টে থাকা অর্থকে ডিজিটাল রুপিতে বদলে নিতে পারবেন।

ভারত সরকার আশা করছে, এ পদ্ধতিতে নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে, তাতে খরচও কমে আসবে।

বিটকয়েনের মত ক্রিপ্টোকারেন্সি কোনো দেশের সরকারি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রিত হয় না। বিশ্বের বেশিরভাগ দেশে এসব মুদ্রা বৈধও নয়। কোনো কোনো দেশ করের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সি ভাঙিয়ে প্রচলতি মুদ্রায় বদলে নেওয়ার অনুমতি দিলেও এর ঝুঁকি নিয়ে উদ্বেগ রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া