ভারত ও চীনের পর বিশ্বের তৃতীয় শীর্ষ প্রবাসী আয় করা দেশের তালিকায় স্থান করে নিয়েছে মেক্সিকো। বিশ্বজুড়ে মোট প্রবাসী আয়ের প্রায় ৬ দশমিক ১ শতাংশ মেক্সিকোর দখলে রয়েছে। কভিড-১৯ মহামারী সংকট সত্ত্বেও গত বছর রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পেয়েছে দেশটি। পর্যটন ও জ্বালানি তেল রফতানিসহ সব বৈদেশিক উৎস থেকে আয়কে ছাড়িয়ে গেছে দেশটির প্রবাসী আয়।
গত বছর ডিসেম্বরে দেশটির প্রবাসী আয় দাঁড়ায় ৪৭৬ কোটি ডলার, যা ২০২০ সালে একই সময়ের তুলনায় ৩০ দশমিক ৪ শতাংশ বেশি। সরকারি তথ্য বলছে, গত এক দশকে জিডিপিতে রেমিট্যান্স আয় দ্বিগুণ হারে বেড়েছে। বিশ্লেষকদের ধারণা, কভিড-১৯ মহামারীকালীন আর্থিক সংকটের কারণেই রেমিট্যান্স বেড়েছে দেশটিতে। যুক্তরাষ্ট্রে প্রবাসীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির বিষয়টি অবদান রেখেছে। সূত্র: এপি।