রামেকের করোনা ইউনিটে দু’জনের মৃত্যু

রামেকের করোনা ইউনিটে দু’জনের মৃত্যু
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনায় দুজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের দৈনিক করোনা প্রতিবেদন থেকে এ তথ্য মিলেছে।

প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হওয়া দুজন ব্যক্তি রাজশাহী জেলার বাসিন্দা। এর আগের দিন তিনজনের করোনায় মৃত্যু হয়েছিল।

করোনা সংক্রমণের বিষয়ে প্রতিবেদনে উল্লেখ রয়েছে, রামেকের দুই ল্যাবে মোট ৪৮০টি নমুনা পরীক্ষায় ১১৫ জন শনাক্ত হন। এর মধ্যে রামেক হাসপাতালের ল্যাবে ১৮৫টি নমুনা পরীক্ষায় ৫৬ জন শনাক্ত হন। অপরদিকে মেডিকেল কলেজ ল্যাবে মোট ২৯৫টি নমুনা পরীক্ষায় ৬০ জন শনাক্ত হন।

রামেকের দুই ল্যাবের প্রতিবেদন অনুসারে রাজশাহীর মোট আক্রান্তের সংখ্যা ১১৫ জন। রামেকের করোনা পর্যালোচনায় শনাক্তের হার ২৪ দশমিক ১৬ শতাংশ। এর আগের দিন রাজশাহীতে সনাক্তের হার ছিল ২৭ দশমিক ৫৭ শতাংশ।

প্রতিবেদন সূত্রে আরও জানা গেছে, বর্তমানে মোট ৬৩ জন রোগী করোনা ইউনিটে ভর্তি আছেন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে ভর্তি আছেন ৪৬ জন ও করোনা উপসর্গের রোগীর সংখ্যা ১৭ জন। গত ২৪ ঘণ্টায় ছয়জন নতুন ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট