ঋতুরাজকে বরণ করে নিল জেসিআই বাংলাদেশ

ঋতুরাজকে বরণ করে নিল জেসিআই বাংলাদেশ
শীতের মৌনতা ভেঙে প্রকৃতিতে চলে এসেছে বসন্ত। এমন দিনটি তো আসলে উৎসবে মেতে ওঠার। রঙিন ফুলের সমারোহে চারদিকে বইছে আনন্দের জোয়ার। প্রতি বছরের মতো এবারও ঋতুরাজকে বরণ করে নিয়েছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এ উপলক্ষে রাজধানীর মহাখালীতে সংগঠনটি তাদের সদস্যদের জন্য আয়োজন করে বসন্তবরণ উৎসব-২০২২। পুরো আয়োজনটি তত্ত্বাবধান করে জেসিআই বাংলাদেশের বর্তমান বছরের লোকাল প্রেসিডেন্টরা।

এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট নিয়াজ মোর্শেদ এলিট। এছাড়া বিশেষ অতিথি ছিলেন জেসিআই বাংলাদেশের জাতীয় কমিটি।

অনুষ্ঠানে নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘প্রতি বছরই ঋতুরাজ বসন্তকে আমরা বরণ করে নেই। এবারো এর ব্যতিক্রম ঘটেনি। তবে এ বছর আমাদের সব লোকাল প্রেসিডেন্ট বসন্তবরণ উৎসবটির আয়োজন করেছেন এবং গত সববারের চেয়ে এই আয়োজনটি সবচেয়ে জাঁকজমক হয়েছে। আমার বিশ্বাস, বসন্ত উদযাপনের এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে। ’

জানা যায়, করোনার সকল স্বাস্থ্যবিধি মেনে বাহারি পিঠা, হাওয়াই মিঠাই, ফুচকা, ঝালমুড়িসহ নানা খাবারের আয়োজন ছিল অনুষ্ঠানটিতে। নারীদের হাত রাঙাতে ছিল মেহেদি দেওয়ার আয়োজন। এছাড়া গাঁদা ফুল দিয়ে স্বাগত জানানো হয় প্রত্যেক অতিথিকে।

অনুষ্ঠানটির মূল আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেছেন জেসিআই বাংলাদেশ চ্যাপ্টার প্রেসিডেন্ট তাহসিন আজিম সেজান, সাখাওয়াত হোসেন সবুজ, মুহাম্মাদ আলতামিশ নাবিল, আরিজ আফসার খান, স্টিভ ডি'সিলভা, মো. এজাজুল হাসান খান ও রেজওয়ান উল হক।

এই অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জেসিআই বাংলাদেশের সদস্যরা গান, নাচ, আবৃত্তি ও নানা রকমের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন