আইডিএলসি ফাইন্যান্স: তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এছাড়া সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৬০ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৪৮ টাকা ১০ পয়সা থেকে ৭৫ টাকা ৪০ পয়সার মধ্যে ওঠানামা করে।
সোনালী পেপার: তালিকাভুক্ত পেপার খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চলতি ২০২১-২২ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৭৪২ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১৯৫ টাকা ৬০ পয়সা ও ৯৫৯ টাকা ৯০ পয়সা।
গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স: বীমা খাতের প্রতিষ্ঠানটির পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে। এছাড়া সভা থেকে সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশের ঘোষণা আসতে পারে।
ডিএসইতে গতকাল কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০৫ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৪৭ টাকা ৩০ পয়সা থেকে ১৪৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে ।