লিভার রোগের প্রাথমিক কিছু লক্ষণ

লিভার রোগের প্রাথমিক কিছু লক্ষণ
আমাদের শরীরে পাঁচশতের বেশি ফাংশন নিয়ন্ত্রন করে লিভার। হজমে সহায়তা, রক্ত পরিস্কার করা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ লিভারে হয়ে থাকে। লিভারকে আমাদের শরীরের পাওয়ার হাউজ বলা হয়ে থাকে।

লিভারের কার্যক্রম সঠিক ভাবে না হতে পারলে আমাদের শরীরে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন, দেহে টক্সিনের মাত্রা বেড়ে যেতে পারে। যার ফলে সমস্ত দেহে চুলকানির বেড়ে যেতে পারে। স্বাভাবিক হজম প্রক্রিয়া বাধাগ্রস্থ হতে পারে। ফলে খাবারে অরুচি বা বমি বমি ভাব হতে পারে। রক্তে চর্বি বা কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। নিশ্বাসে দুর্গন্ধ হতে পারে।

লিভার শরীরের বেশকিছু হরমোন লেভেল নিয়ন্ত্রন করে, তাই লিভার ফাংশনে অসুবিধে হলে কিছু হরমোন উৎপাদন কম বা বেশি হতে পারে। যেমন করটিসল উৎপাদন বৃদ্ধি পাওয়া, এর ফলে স্টেস বেড়ে যায় এবং ব্লাড সুগার ও ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে। এছাড়া ছেলেদের সেক্সুয়াল হরমোন টেস্টোস্টেরন কমে যেতে পারে।

লিভারের সমস্যার কারনে রক্ত পাতলা হওয়া হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এছাড়া পেটে বা পায়ে পানি জমা, পেটে ব্যাথা সহ বিভিন্ন সমস্যাকে লিভারের প্রাথমিক লক্ষণ হিসাবে ধরা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
নবজাতকের চোখে পুঁজ হলে করণীয়
জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?
সকালের চার ভুলেই বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি
দেশি সবুজ মাল্টার যত উপকারিতা
সন্তানের সামনে ভুলেও যেসব আচরণ করবেন না
ক্যানসারের ঝুঁকি কমবে যেসব ব্যায়ামে
কর্মীদের চাপে রাখলে কি অফিস লাভবান হয়, নাকি ক্ষতিগ্রস্ত?
এয়ার কুলারের বাতাস এসির মতো ঠান্ডা হবে ৩ কৌশলে
কিডনি ড্যামেজ হওয়ার ৬ লক্ষণ