৬৮ শতাংশ কোম্পানির দরপতন, সাত হাজারের নিচে নামল সূচক

৬৮ শতাংশ কোম্পানির দরপতন, সাত হাজারের নিচে নামল সূচক
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন অর্ধশতাধিক পয়েন্টের পতনে সূচক নেমেছে সাত হাজারের নিচে। শেয়ারদর কমেছে লেনদেনে অংশ নেয়া ৬৮ শতাংশ কোম্পানির।

বৃহস্পতিবার সূচক আর দরপতনের দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনেও ছিল খরাভাব। আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে ২০৮ কোটি টাকা।

আজ ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫২ পয়েন্ট কমে ৬ হাজার ৯৯১ পয়েন্টে অবস্থান করছে।

বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই৩০’ বৃহস্পতিবার ২৪ পয়েন্ট কমেছে। আর শরীয়াহভিত্তিক কোম্পানিগুলো নিয়ে গঠিত ‘ডিএসইএস’ কমেছে ১৩ পয়েন্ট।



আজ সূচকের বড় পতনে অবদান ছিল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি০, স্কয়ার ফার্মা, রেনেটা এবং রবির।

আইসিবি এবং স্কয়ার ফার্মা মিলে সূচক কমিয়েছে ৮ দশমিক ৬১ পয়েন্ট। রেনেটা এবং রবি মিলে কমিয়েছে ৬ দশমিক ৩৯ পয়েন্ট।

এছাড়াও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ওয়ালটন হাই-টেক, বেক্সিমকো ফার্মা, গ্রামীনফোন, বিকন ফার্মা এবং ইউনাইটেড পাওয়ার গ্রিডের কারণে সূচক হারিয়েছে আরও ১২ দশমিক ৯২ পয়েন্ট।

এই দশমিক কোম্পানি মিলে সূচক কমিয়েছে ২৭ দশমিক ৯২ পয়েন্ট।

সূচকের আরও বড় পতন ঠেকিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, পূবালী ব্যাংক, হাইডেলবার্গ, ইস্টার্ন ক্যাবলস, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়াটা কেমিক্যাল, ইনডেক্স অ্যাগ্রো, কহিনূর এবং রহিমা ফুড। এসব কোম্পানি সূচকে ৪ দশমিক ৯৮ পয়েন্ট।

সূচকের বড় পতনের দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে আগের দিনের তুলনায় টাকার অংকে লেনদেনও কমেছে। আজ এক্সচেঞ্জটিতে মোটি ১ হাজার ৪ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল (বুধবার) লেনদেন হয়েছিল ১ হাজার ২১৩ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার লেনদেনের ২২ শতাংশ ছিল বেক্সিমকো, ওরিয়ন ফার্মা এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের দখলে।

লেনদেনের শীর্ষে থাকা বেক্সিমকো লিমিটেডের ৬৯ লাখ ৭৮ হাজার ৮১৭টি শেয়ার ১০৪ কোটি ৯১ লাখ টাকা মূল্যে লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৯০ টাকার শেয়ার। আর শিপিং করপোরেশন ৫৪ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

এছাড়াও ফরচুন সুজ, ইয়াকিন পলিমার, সোনালী পেপার, রহিমা ফুড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, জেএমআই সিরিঞ্জ এবং স্কয়ার ফার্মা লেনদেনের শীর্ষ দশে জায়গা করে নিয়েছে।



আজ ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৫টির, কমেছে ২৫৭টির। বাকি ৪৫টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।

সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে জিকিউ বলপেন। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।

গেইনার তালিকার দ্বিতীয় স্থানে থাকা স্টাইলক্রাফটের শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৮৯ শতাংশ। আর ৬ দশমিক ৮৬ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় এপেক্স ফুড তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে।



এছাড়াও জেএমআই সিরিঞ্জের ৬ দশমিক ৮৪ শতাংশ, এমবি ফার্মার ৬ দশমিক ৬১ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৬ দশমিক ২৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৫ দশমিক ৩১ শতাংশ, আরামিট সিমেন্টের ৪ দশমিক ৮৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসরের ৪ দশমিক ৭৬ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকসের শেয়ারদর ৪ দশমিক ৫৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আড়াই শতাধিক কোম্পানির দরপতনের দিন টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে সেন্ট্রাল ফার্মা। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৪ দশমিক ১৬ শতাংশ কমেছে।

এছাড়াও সিঙ্গার বিডির ৪ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৪ শতাংশ, ফার কেমিক্যালের ৩ দশমিক ৭৩ শতাংশ, ফরচুনের ৩ দশমিক ৬৫ শতাংশ, ইউনিক হোটেলের ৩ দশমিক ৫৮ শতাংশ, মীর আখতার হোসাইনের ৩ দশমিক ৪৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩ দশমিক ৩৭ শতাংশ, সুহৃদের ৩ দশমিক ৩৩ শতাংশ এবং পেনিনসুলার শেয়ার দর ৩ দশমিক ০৬ শতাংশ কমেছে। কোম্পানিগুলো ডিএসইর টপটেন লুজার তালিকায় অবস্থান করছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা