সূত্র মতে, আগের কার্যদিবস জিকিউ বলপেনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১০৯ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১১৮ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।
এদিন ডিএসইতে দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্টাইলক্রাফটের ৬ দশমিক ৮৯ শতাংশ, এপেক্স ফুডসের ৬ দশমিক ৮৬ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ৬ দশমিক ৮৪ শতাংশ, এমবি ফার্মার ৬ দশমিক ৬১ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৬ দশমিক ২৭ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৫ দশমিক ৩১ শতাংশ, আরামিট সিমেন্টের ৪ দশমিক ৮৩ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ৪ দশমিক ৭৬ শতাংশ এবং স্ট্যান্ডার্ড সিরামিকের শেয়ার দর ৪ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।