সূত্র মতে, আগের কার্যদিবস সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকা ৮০ পয়সা। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭০ পয়সা বা ৪ দশমিক ১৬ শতাংশ কমেছে।
এদিন ডিএসইতে দর কমার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিঙ্গার বিডির ৪ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৪ শতাংশ, ফার কেমিক্যালের ৩ দশমিক ৭৩ শতাংশ, ফরচুনের ৩ দশমিক ৬৫ শতাংশ, ইউনিক হোটেলের ৩ দশমিক ৫৮ শতাংশ, মীর আখতার হোসাইনের ৩ দশমিক ৪৭ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৩ দশমিক ৩৭ শতাংশ, সুহৃদের ৩ দশমিক ৩৩ শতাংশ এবং পেনিনসুলার শেয়ার দর ৩ দশমিক ০৬ শতাংশ কমেছে।