আলেশা মার্টের গ্রাহকদের ২৮ লাখ টাকা ফেরত

আলেশা মার্টের গ্রাহকদের ২৮ লাখ টাকা ফেরত
আলেশা মার্টের ৯ গ্রাহককে ২৮ লাখ ৩৬ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। আলেশা মার্টের গ্রাহকরা ৪২ কোটি টাকা পায়, যা আটকে আছে এসএসএল কমার্সের কাছে।

পেমেন্ট গেটওয়ে এসএসএল কমার্সে আটকে থাকা টাকা বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ফেরত দেয়ার প্রক্রিয়া শুরু হয়।

এ প্রক্রিয়ায় প্রাথমিকভাবে ৪৮৫ গ্রাহককে ১ হাজার ১৪৩টি লেনদেনের বিপরীতে ১০ কোটি ৬১ লাখ ৬০ হাজার ১৩৬ টাকা ফেরত দেয়া হবে।

অনুষ্ঠানে বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ বলেন, একসময় মনে হয়েছে আমরা গ্রাহকের কোনো টাকা ফেরত দিতে পারবা না, কিন্তু আমরা বসে থাকিনি, চেষ্টা করে গেছি। যার সুফল পেতে শুরু করেছে গ্রাহকরা।

প্রাথমিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় কিউ কম ডটকমের গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু করে। এখন পর্যন্ত কিউ কম গ্রাহকদের ৩০ কোটি টাকার বেশি ফেরত দেয়া হয়েছে। এটা শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে বলে জানিয়েছে বাণিজ্যসচিব।

বাণিজ্যসচিব বলেন, আজ আরেকটি আনন্দের খবর হলো আলেশা মার্টের গ্রাহকদের টাকা ফেরত দেয়া শুরু হয়েছে। এতে অনেক গ্রাহকের রাস্তা তৈরি হয়েছে। তারাও টাকা ফেরত পেতে চায়। এ প্রক্রিয়ায় আমরা অন্যান্য অপারেটরগুলোর কার, কী অবস্থা, তা দেখে টাকা ফেরত দেয়ার চেষ্টা করব।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন