স্টার্টআপ উন্নয়নে একসাথে কাজ করবে এফবিসিসিআই ও ভিসিপিয়াব

স্টার্টআপ উন্নয়নে একসাথে কাজ করবে এফবিসিসিআই ও ভিসিপিয়াব
দেশি ও বিদেশি ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ আকর্ষণে একসাথে কাজ করবে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিয়াব)। একইসঙ্গে স্টার্টআপ উন্নয়নেও কাজ করবে সংগঠন দুটি।

ভিসিপিয়াব সভাপতি ও পেগাসাস টেক ভেঞ্চারের জেনারেল পার্টনার শামীম আহসানের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন এর সাথে এফবিসিসিআই কার্যালয়ে এই বৈঠকে অংশ নেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন, এফবিসিসিআইর সহ-সভাপতি হাবিবুল্লাহ ডন ও আমিন হেলালি, বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক শফিকুল আজম, কন্সটেলেশন এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মাকর্তা তানভীর আলি, অ্যাংকরলেস বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রাহাত আহমেদ, এ্যথেনা ভেঞ্চার্স এর প্রতিষ্ঠাতা মাহবুব মজুমদার এবং এথেনা ভেঞ্চার্স এর প্রধান নির্বাহী কর্মকর্তা গফফার ঢালি।

এফবিসিসিআই সভাপতি বলেন, স্টার্টআপ তথা দেশের অর্থনীতির উন্নয়নের জন্য ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইকুইটি বিনিয়োগ টেকসই করতে হবে এবং এই খাতের উন্নয়নের জন্য আমরা ভিসিপিয়াব এর সাথে একসাথে কাজ করব।

তিনি আরোও বলেন, আমরা সরকারের কাছে স্টার্ট আপ ও ভেঞ্চার ক্যাপিটাল এর গুরুত্ব তলে ধরব এবং তরুন উদ্যোক্তা বান্ধব নিতিমালা তৈরিতে সহায়তা করব।

ভিসিপিয়াব সভাপতি শামীম আহসান বলেন, স্থানীয় স্টার্টআপে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সহায়তার মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে আমরা কাজ করে যাচ্ছি। পাশাপাশি স্টার্টআপের উন্নয়নে নীতিগত সহায়তা, অবকাঠামো এবং দক্ষ জনবল তৈরি করতে এফবিসিসিআই ও ভিসিপিয়াব একসাথে কাজ করবো। আমরা স্টার্টআপ এবং তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২৫ সাল নাগাদ বাংলাদেশের জিডিপিতে ২ শতাংশ পর্যন্ত অবদান রাখতে চাই ও ১৫ লক্ষ মানুষের কর্মসংস্থান করতে চাই।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন