8194460 ধাপে ধাপে সিরিজ জিততে চায় তামিমরা - OrthosSongbad Archive

ধাপে ধাপে সিরিজ জিততে চায় তামিমরা

ধাপে ধাপে সিরিজ জিততে চায় তামিমরা
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওয়ানডে জয়ই এখন বাংলাদেশ দলের মূল টার্গেট। শুরুটা ভালো দিয়েই শুরু করতে চায় তামিমরা। এরপর ধাপে ধাপে সিরিজ জয়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল জানায়, শুরুটা ভালো করা খুব জরুরি।

মঙ্গলবার চট্টগ্রামে প্র্যাকটিস শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘৩-০ ব্যবধানে জেতার চেয়ে আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ হলো আগামীকাল শুরুটা কেমন করি। ৩-০ অনেক দূরের ব্যাপার। আমরা কালকের ম্যাচটা কেমন শুরু করি, কেমন ফিনিশ করি সেটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।’

সিরিজ জয় সব দলেরই লক্ষ্য। হোয়াইটওয়াশ হলে সোনায় সোহাগা। তবে ম্যাচ বাই ম্যাচ আগাতে চান তামিম- ‘আমরা যদি ওই পরিস্থিতিতে থাকি, তাহলে কেনো নয়? এটা কে চাইবে না? প্রতিপক্ষকে জিজ্ঞেস করলেও একই কথা বলবে। অধিনায়ক হিসেবে আমিও এটাই করতে চাইবো। তবে দূরেরটা চিন্তা না করে আমার মনে হয় ধাপে ধাপে এগুনোই ঠিক হবে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের