সূত্র মতে, মঙ্গলবার কোম্পানিটি সর্বশেষ ৪৪ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ১ হাজার ৪৭১ বারে ৮ লাখ ৫০ হাজার ৫৩৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। আজ কোম্পানিটির দর ৯ টাকা ২০ পয়সা বা ৬.২০ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ১৩৯ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
শমরিতা হসপিটাল লিমিটেড দর কমার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ৬ টাকা ১০ পয়সা বা ৫ দশমিক ৪৪ শতাংশ কমেছে।
দর কমার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- তমিজ উদ্দিন টেক্সটাইল, রংপুর ফাউন্ডারি, স্ট্যান্ডার্ড সিরামিক, স্ট্যাইল ক্রাফট, ইয়াকিন পলিমার, ইস্টার্ণ কেবলস ও ওয়াটা কেমিক্যাল লিমিটেড।