গত ৩ নভেম্বর সরকার এ বিষয়ে একটি গেজেট প্রকাশ করেছে। ২০১৭ সালে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) নির্বাচিত হয়েছেন তিনি । ২০১৭ সালে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণকারীদের মধ্যে তিনি সর্বোচ্চ অবস্থানে রয়েছেন।
মোহাম্মদ মাহতাবুর রহমান গত ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫ এবং ২০১৬ সালেও সিআইপি নির্বাচিত হয়েছিলেন। এ নিয়ে টানা ষষ্ঠবারের মতো সিআইপি নির্বাচিত হলেন তিনি। এছাড়াও সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পরপর ৫ বার বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক বেস্ট রেমিট্যান্স অ্যাওয়ার্ড লাভ করেন তিনি । দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার মাহতাবুর রহমান সম্প্রতি প্রথম প্রবাসী বাংলাদেশী হিসেবে সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ডকার্ড ভিসাও অর্জন করেন।