চতুর্থ শিল্প বিপ্লব: কর্মকর্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের সচেতনতামূলক প্রশিক্ষণ

চতুর্থ শিল্প বিপ্লব: কর্মকর্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের সচেতনতামূলক প্রশিক্ষণ
চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষিতে গ্রাহকসেবায় উৎকর্ষ নিয়ে আসার লক্ষ্যে কর্মকর্তাদের জন্য সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

বৈশ্বিক আদর্শ পদ্ধতির প্রায়োগিক উদাহরণসহ কর্মকর্তাদের চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে সচেতন করার লক্ষ্যেই প্রশিক্ষণটি আয়োজন করা হয়।

এতে চতুর্থ শিল্প বিপ্লবকে কেন্দ্র করে দেশের ব্যাংকিং খাতে কি ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে সে সম্পর্কে কর্মকর্তাদের সম্যক ধারণা দেওয়া হয়। সম্ভাবনা ও চ্যালেঞ্জ দুই’ই নিয়ে আসবে, যা প্রচলিত ব্যাংকিং থেকে সম্পূর্ণ আলাদা। গ্রাহকদের জীবনধারা, ব্যাংকারদের কাজকর্ম ও ব্যাংকিং খাতের বিবর্তন সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করা হয়।

১৭০ জন কর্মকর্তা ভার্চুয়াল এ প্রশিক্ষণে অংশ নেন। এতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষিতে কর্মক্ষেত্রে নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে ও কাজের ক্ষেত্র ধরে রাখতে বর্তমান মানব সম্পদকে কীভাবে প্রস্তুতি নিতে হবে সে সম্পর্কে আলোচনা করা হয়।

গত ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন সিস্টেমস ডেভেলপমেন্ট অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্টের জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসহাক মিয়া এবং জয়েন্ট ডিরেক্টর অ্যান্ড সিস্টেম অ্যানালিস্ট এস. এম. তোফায়েল আহমদ প্রশিক্ষণটি পরিচালনা করেন।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএফও এম মাসুদ রানা এফসিএ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাস বক্তব্য রাখেন।

ব্র্যাক ব্যাংক এর চিফ টেকনোলজি অফিসার নুরুন নাহার বেগম ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে বিশদ আলোচনা করেন। হেড অব ইনফরমেশন সিকিউরিটি বি. এম. জাহিদ-উল হক সাইবার সিকিউরিটি নিয়ে আলোচনা করেন। খন্দকার এমদাদুল হক সেশনটি সঞ্চালনা করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন