প্রায় ৫০০ কনটেন্ট নিয়ে শুরু করা যে প্ল্যাটফর্মের প্রতিটি কনটেন্ট দেখা যাবে একেবারে ফ্রি! ইংরেজি, বাংলা, গণিত, সাধারণ জ্ঞান থেকে কী নেই এখানে! এমনকি সিলেবাসের বাইরের ও বিভিন্ন মজার মজার কনটেন্ট দিয়ে সাজানো হয়েছে এই প্ল্যাটফর্ম!
এরইমধ্যে সামাজিক মাধ্যমে বেশ সমাদৃত হয়েছে এই প্ল্যাটফর্মটি। সন্তানের মেধার বিকাশে সচেতন অবিভাবকেরা একবার ঘুরে আসতে পারেন বিনা তারের পাঠশালার ওয়েবসাইটে… তারপর সিদ্ধান্তটি না হয় নিজেই নিন।
একবার ভাবুন তো অনলাইনের অনিয়ন্ত্রিত সব সাইটে না গিয়ে আপনার সন্তান যদি বিনা তারের পাঠশালার ভিডিও দেখতে দেখতে একটা অরিগ্যামি প্রজাপতি বানাতে শিখে কেমন হয়? কিংবা সময় স্বল্পতার কারণে হয়তো সন্তানকে গণিতের একটি চ্যাপ্টার ঠিকভাবে সলভ করাতে পারছেন না, এমন সময়ে আপনার নিশ্চিন্তে আস্থা করার একটি জায়গা হচ্ছে বসুন্ধরা নুডলস এর উদ্যোগে নেওয়া প্ল্যাটফর্ম ‘বিনা তারের পাঠশালা’।