সিডিআইপি কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক

সিডিআইপি কর্মকর্তাদের এমপ্লয়ি ব্যাংকিং সেবা প্রদান করবে ব্র্যাক ব্যাংক
সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি) এর সাথে এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। সিডিআইপি একটি স্বনামধন্য এনজিও, যা সুবিধাবঞ্চিত মানুষদের আর্থ-সামাজিক উন্নয়ন নিয়ে কাজ করে। প্রতিষ্ঠানটি ব্র্যাক ব্যাংকের এমএফআই গ্রাহক।

এ চুক্তির আওতায় সিডিআইপি এর কর্মকর্তাবৃন্দ স্যালারি অ্যাকাউন্টসহ ব্র্যাক ব্যাংক এর এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা পাবেন। ২২ ফেব্রুয়ারি, ২০২২ ব্র্যাক ব্যাংক এর প্রধান কার্যালয়ে ব্যাংকের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান মোঃ মাহীয়ুল ইসলাম এবং সিডিআইপি এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিফতা নাঈম হুদা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

ব্র্যাক ব্যাংক এর হেড অব এমপ্লয়ি ব্যাংকিং খন্দকার এমদাদুল হক; হেড অব এগ্রিকালচারাল ফাইন্যান্স অ্যান্ড এমএফআই ফাইন্যান্স তাপস কুমার রায়; রিজিওনাল হেড - বরিশাল অ্যান্ড ঢাকা ওয়েস্ট রিজিওয়ন নাকিব জামান; এরিয়া হেড - বরিশাল অ্যান্ড ঢাকা ওয়েস্ট রিজিওয়ন মো. রুহুল বারী; এবং সিডিআইপির ডিরেক্টর – ফাইন্যান্স অ্যান্ড অপারেশন্স এস. এ. আহাদ এফসিএমএ; অ্যাডিশনাল ডিরেক্টর মো. আব্দুল কাদির সরকার ও জেনারেল ম্যানেজার এ. কে. এম. শামসুর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন