১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ

১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে তেল বিক্রি করায় যাত্রাবাড়ী এলাকার একটি প্রতিষ্ঠান থেকে ১২ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। এসময় আবুল খায়ের ট্রেডার্স নামের ওই প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শহীদ ফারুক খান সড়কে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর‌। অভিযানে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ।

তিনি বলেন, প্রতিষ্ঠানটি সরকারি বাজার মূল্যের চেয়ে ৪০ টাকা বেশি দরে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি করে আসছিল। সরকার নির্ধারিত বাজার মূল্য ১৪৩ টাকা হলেও প্রতিষ্ঠানটি ১৭৩ টাকায় পাইকারি দরে বিক্রি করছে। এমন তথ্য পাওয়ার পর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানটিতে থাকা ১২ হাজার লিটার তেল জব্দ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হয়।

আবুল কালাম আজাদ আরও বলেন, এসব জব্দকৃত তেলের ব্যাপারে আগামীকাল রোববার (৬ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নেবে।

অভিযানে ভোক্তা অধিকারের পরিচালক মানজুর মোহাম্মদ শাহরিয়ার ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু