ইউ‌ক্রেন থে‌কে উদ্ধার হওয়া ২৮ না‌বিক রোমা‌নিয়ায় পৌঁছেছেন

ইউ‌ক্রেন থে‌কে উদ্ধার হওয়া ২৮ না‌বিক রোমা‌নিয়ায় পৌঁছেছেন
ইউক্রেনের অলভিয়া বন্দরে হামলার শিকার বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধির’ ২৮ নাবিক রোমানিয়ায় পৌঁছেছে।

শ‌নিবার (৫ মার্চ) রাজধানীর প্রেস ক্লাবে সিলেট রত্ন ফাউন্ডেশনের সা‌বেক চেয়ারম্যান সি এম তোফায়েল সামীর স্মরণে এক সভা শে‌ষে সাংবা‌দিক‌দের এ তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।।

তিনি ব‌লেন, উদ্ধারকৃত ২৮ জন নাবিককে আমরা রোমা‌নিয়ায় নি‌য়ে এসে‌ছি। এখন রোমানিয়ায় অবস্থান করছেন। শিগগিরই তারা দেশে ফেরত আসবেন।

২৮ না‌বি‌কের স‌ঙ্গে নিহত না‌বি‌কের লাশ দে‌শে ফেরত আনা হ‌বে কি না জান‌তে চাই‌লে মো‌মেন ব‌লেন, এটা আমি বল‌তে পারব না।

বাংলা‌দে‌শি জাহাজের ক্ষতির প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রদূত এ দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে রকেট হামলার কবলে পড়া বাংলাদেশি জাহাজ ‘বাংলার সমৃদ্ধির’ জীবিত ২৮ নাবিককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা করেছে রাশিয়া। যুদ্ধের কারণে ইউক্রেনে আটকে পড়ে ওই জাহাজটি। বুধবার (২ মার্চ) রাত ৯টা ২৫ মিনিটে জাহাজটি রুশ হামলার শিকার হয়। এ হামলায় জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (৩৩) নিহত হন। তিনি বরগুনার বেতাগী উপজেলার ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়নের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে। ইউক্রেনের অলভিয়া বন্দর চ্যানেলে নোঙর করা জাহাজটিতে ২৯ জন বাংলাদেশি নাবিক ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু