বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে বেড়েছে স্বর্ণের দাম
অর্থনীতিতে ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে শঙ্কার মধ্যে বিশ্ববাজারে ব্যাপক হারে বেড়েছে স্বর্ণের দাম। মূল্যবান ধাতুটির এক আউন্সের দাম বেড়ে হয়েছে প্রায় দুই হাজার ১ ডলার, যেটি ২০২০ সালের সেপ্টেম্বরের পর থেকে সর্বোচ্চ।

আল জাজিরার সোমবারের প্রতিবেদনে জানানো হয়, ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত থাকায় পণ্যের মজুত নিশ্চিত করতে চাইছেন ব্যবসায়ীরা। এর প্রভাব পড়েছে ইক্যুইটি মার্কেটে।

এর আগে বিশ্ববাজারে ২০০৮ সালের পর সবচেয়ে বেশি দামে তেল বিক্রির খবর দেয় বিভিন্ন সংবাদমাধ্যম।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, রাশিয়ার তেল আমদানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আশঙ্কায় বিশ্ববাজারে গত ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে তেলের দাম। তেলের বৈশ্বিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ১৩৯ ডলারের বেশি দামে। এর আগে ১৩০ ডলারের কম দামে বিক্রি হচ্ছিল এ তেলের ব্যারেল।

বিশ্ববাজারে তেলের সরবরাহে ঘাটতির শঙ্কায় গত সপ্তাহে ২০ শতাংশ বেড়েছিল ব্রেন্ট ক্রুডের দাম।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন জানিয়েছে, দেশটিতে গত এক সপ্তাহে পেট্রলের দাম ১১ শতাংশ বেড়েছে, যা ২০০৮ সালের জুলাইয়ের পর সর্বোচ্চ। স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়ার তেল আমদানি নিষিদ্ধ করার বিষয়টি নিয়ে আলোচনা করছেন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কর্মকর্তা ও মিত্ররা।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি বলেন, রাশিয়ার তেল আমদানি বন্ধে আইন করা নিয়ে কাজ চলছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না