শ্যামলীতে গার্মেন্টসে আগুন

শ্যামলীতে গার্মেন্টসে আগুন
রাজধানীর শ্যামলীতে গোল্ড স্টার নামে একটি ভবনের গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় গার্মেন্টসের ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (৮ মার্চ) ভোর ৫টা ৩২ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছে।

তিনি বলেন, রাজধানীর শ্যামলী রিং রোডের গোল্ড স্টার নামের একটি অষ্টম তলা ভবনের সপ্তম তলায় ভোর ৫টা ৩২ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘণ্টায় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে কেউ হতাহত হয়নি জানিয়ে রোজিনা আক্তার বলেন, গার্মেন্টসটিতে আগুনে পুড়ে যায় প্রায় ২০ লাখ টাকার মালামাল। পুড়ে যাওয়া মালামালের মধ্যে রয়েছে- কাপড়, শার্ট, সুতা ও মেশিনারিজ। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় উদ্ধার করা হয় প্রায় এক কোটি টাকার মালামাল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়