করোনায় আরও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু

করোনায় আরও সাড়ে ৬ হাজার মানুষের মৃত্যু
বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ছয় হাজার ৫৬৯ জন। এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭ লাখ ৬৭ হাজার ৮০০ জন। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৫ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৬৪৬ জন। মৃত্যু হয়েছে ৬০ লাখ ৫০ হাজার ৪৯১ জনের।

শুক্রবার (১১ মার্চ) সকালে করোনাভাইরাসের সংক্রমণ, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য পাওয়া গেছে।

তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে শনাক্ত হয়েছে তিন লাখ ২৭ হাজার ৫৩২ জন। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৫ লাখ ৩৯ হাজার ৬৫০ জন।

২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ের মধ্যে দেশটিতে মারা গেছে এক হাজার ২০৭ জন। দেশটিতে এখন নয় লাখ ৯১ হাজার ২২০ জন মারা গেছে।

করোনায় শনাক্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃত্যুর দিক থেকে অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ২৫৫ জন এবং শনাক্ত হয়েছে তিন হাজার ৬৫৬ জন।

বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে চার কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১৫ হাজার ৭৪৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না