গতকাল শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আটক জেলার মানহাস কামরা বিমানঘাঁটিতে দেশটির বিমানবাহিনীর কাছে এসব যুদ্ধবিমান হস্তান্তর করে চীন।
এ সময় সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ দেশটির ৩ বাহিনীর প্রধান, ফেডারেল মন্ত্রী, পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।
সম্প্রতি ভারত ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনার পর পাকিস্তান নিজেদের যুদ্ধবিমানের বহর শক্তিশালী করার দিকে মনোযোগী হয়। এর অংশ হিসেবে গত জানুয়ারিতে চীনের কাছ থেকে জে-১০সি মডেলের ২৫টি যুদ্ধবিমান কেনার কথা জানায় ইসলামাবাদ।
জে-১০সি মডেলের এই যুদ্ধবিমানগুলো বহুমুখী কাজে ব্যবহার করা যায়। এটি সব ধরনের আবহাওয়া, বিশেষত রাতে অভিযানের উপযোগী করে তৈরি। এর আকার মাঝারি।