রোনালদোর হ্যাটট্রিকে ম্যানচেস্টারের জয়

রোনালদোর হ্যাটট্রিকে ম্যানচেস্টারের জয়
শতভাগ ফিট নন এই 'অজুহাতে' ম্যানচেস্টার সিটির বিপক্ষে সম্মানের লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে খেলাননি ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রাফ র্যাঙনিক। পরের ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন পর্তুগিজ যুবরাজ রোনালদো। দলকে জয় এনে দিয়েছেন ৩-২ ব্যবধানে।

ম্যাচের ১২ মিনিটে বক্সের মুখ থেকে সোজাসুজি দুর্দান্ত এক শট নিয়ে গোল করেন সিআরসেভেন। তার ওই জোরালো শটে লিড নেয় রেড ডেভিলরা। হ্যারি কেন ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান। পুরনো ঘরে ফেরা রোনালদো ৩৮ মিনিটে আবার গোল করেন।

দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে আত্মঘাতী গোল করে হ্যারি মাগুইরে দলের লিডের স্বস্তি শেষ কর দেন। এরপর ৮১ মিনিটে দারুণ এক হেডে গোল করে দলকে ম্যাচ জেতান রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ঘুরে ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসা নাম্বার সেভেন।

তার ওই হ্যাটট্রিকে হয়েছে দুর্দান্ত এক রেকর্ড। রোনালদো ফিফা স্বীকৃত প্রতিযোগিতায় ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ভেঙেছেন জোসেন বিকানের ৮০৫ গোল করার রেকর্ড। সিআরসেভেনের গোল এখন ৮০৭টি। তালিকায় পরের দুই নাম পেলে (৭৬৫) ও মেসি (৭৪৯)।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন না বিতর্কিত সেই ১৫ ক্লাব
বিসিবি নির্বাচনের ১৭১ ভোটারের খসড়া তালিকা প্রকাশ
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৬ অক্টোবর
এক নজরে সুপার ফোরে বাংলাদেশের সূচি
অবশেষে নেপাল থেকে ফিরছেন বাংলাদেশ ফুটবল দল
বিসিবি নির্বাচনের কমিশন গঠন আগামীকাল
অনেক কিছুই আমার নিয়ন্ত্রণের বাইরে: বিসিবি সভাপতি
নেপালকে ৩-০ গোলে হারালো বাংলাদেশ
২০২৬ বিশ্বকাপ ফুটবলের ড্র ৫ ডিসেম্বর
কাবাডি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের