সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মাদারীপুরের কালকিনি উপজেলায় বালুবাহী নসিমনচাপায় ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১২ মার্চ) রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত ব্যাংক কর্মকর্তা পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামের আরব আলী সরদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া সন্ধ্যায় তার বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অবৈধ বালুবাহী নসিমন এসে তাকে চাপা দেয়। এতে করে তিনি গুরুতর আহন হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আলী হোসেন বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নসিমনচাপায় ব্যাংক কর্মকর্তা চাঁন মিয়ার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেল বলেন, চাঁন মিয়ার নসিমনচাপায় মৃত্যু হয়েছে বিষয়টি আমরা জেনেছি। আসলে বিষয়টি দুঃখজনক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট