সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু
মাদারীপুরের কালকিনি উপজেলায় বালুবাহী নসিমনচাপায় ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া (৫৫) নামে এক অবসরপ্রাপ্ত কৃষি ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার (১২ মার্চ) রাতে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। নিহত ব্যাংক কর্মকর্তা পৌর এলাকার চর-ঠেঙ্গামারা গ্রামের আরব আলী সরদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ব্যাংক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান সরদার চাঁন মিয়া সন্ধ্যায় তার বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি অবৈধ বালুবাহী নসিমন এসে তাকে চাপা দেয়। এতে করে তিনি গুরুতর আহন হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আলী হোসেন বলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নসিমনচাপায় ব্যাংক কর্মকর্তা চাঁন মিয়ার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক রাসেল বলেন, চাঁন মিয়ার নসিমনচাপায় মৃত্যু হয়েছে বিষয়টি আমরা জেনেছি। আসলে বিষয়টি দুঃখজনক।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা